কনার কণ্ঠে ‘ভালোবেসে সখী’

0

উন্মুক্ত মঞ্চে কিংবা সাজানো কোন সেটে নয়, বসার ঘরে বসে গান শোনার অনুভূতি নিয়ে এলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হল এ সংগীত উদ্যোগের।

পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। 

চলচ্চিত্রে  কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে পাভেলের হাত ধরে সৃষ্টি হয়েছে অসংখ্য জনপ্রিয় গান ও জিংগেল। তবে সংগীত পরিচালক হিসেবে এ মিউজিক্যাল প্রজেক্টের মধ্য দিয়েই নিজের ভেতরকার স্বাধীন শিল্পী সত্ত্বাকে খুঁজে পেতে চাইছেন তিনি।  

গানটিতে ড্রামস বাজিয়েছেন ইমতিয়াজ আলি জিমি, ভায়োলিন-ইনিমা রোশনি, পলাশ দেওয়ান, আফসানা আকতার, ইয়ার হোসাইন, হারমোনিকা বাজিয়েছেন আসাদ। গিটারে ছিলেন হাসিবুল নিবিড়, মিছিল, এ এমএম নওয়াজ শরীফ, সেলো বাজিয়েছেন তানভীর তরী, গিটালেলে-রায়হান পারভেজ প্রান্ত ও পিয়ানোতে ছিলেন আরিফুল হাসান শান্ত।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here