গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কমিটি গঠন

0

গাইবান্ধা পৌর কর্মচারী সংসদের কার্য নির্বাহী কমিটি গঠন কল্পে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কর আদায় শাখায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের আহ্বায়ক ও পৌর নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল হক।

সভার শুরুতে সকল ভাষা শহীদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগদের মৃত্যুতে প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে আগামী ৩ বছরের জন্য একটি সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব পেশ করলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

এতে মো. আবদুল আহাদ বাবুকে সভাপতি এবং মোঃ নূর হোসেন সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অমিতাভ চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হিরু, সদস্য মো. লুৎফর রহমান, মো. ফয়সাল আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here