পটুয়াখালীর দুমকিতে সুপারি গাছ থেকে পড়ে গিয়ে আলতাফ মুন্সী (৫৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ দুর্ঘটনাটি ঘটেছে। স্বজনরা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত গফুর মুন্সীর ছেলে দিনমজুর আলতাফ মুন্সী প্রতিবেশী সুলতান আকনের বাগানে সুপারি পাড়তে গাছে ওঠলে বিদ্যুৎ লাইনে শক খেয়ে অন্তত ২৫/৩০ ফুট নিচে মাটিতে পড়ে যায় এবং গুরুতর আহত হয়। খবর পেয়ে ওইবাড়ির লোকজন ও স্বজনরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলতাফ মুন্সী এলাকায় দিনমজুরের কাজ করতো। দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো: আবদুল হান্নান বলেন, গাছ থেকে পরে আহতের খবর লোকমুখে শুনেছি। কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।