রাফায় ইসরায়েলি স্থল হামলা ‘মানবিক বিপর্যয়’ ডেকে আনবে : আরব লীগ

0

আরব লিগের প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি স্থল হামলা ‘মানবিক বিপর্যয়’ ডেকে আনবে এবং ওই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গেইত এক বিবৃতিতে বলেন, পরিস্থিতির গুরুত্ব অনুধাবনকারী সব পক্ষকে আমরা এই উন্মত্ত পরিকল্পনা বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, বিচার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যদি যুদ্ধবিরতি কার্যকর করতে না পারে এবং প্রতিদিনের এই ভয়াবহ হত্যাযজ্ঞ বন্ধ করতে না পারে তাহলে ন্যায়বিচারের অর্থ কী?

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আলোচক দলকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কায়রোতে আলোচনা থেকে সরে আসার নির্দেশ দেওয়ার একদিন পর এই বিবৃতি এলো। নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর দাবি’ করার অভিযোগ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here