নাটোরের লালপুরে পাওয়ার ট্রলি- পিকআপ সংঘর্ষে বাপ্পি (১৯) নামে এক চালক নিহত হয়েছেন। আজ সকাল ৯টায় উপজেলার লালপুর-বাঘা সড়কের আট্টিকা জামতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাপ্পি উপজেলার অমৃতপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বাঘাগামী একটি পিকআপ অপর দিক থেকে আসা পাওয়ার ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে পাওয়ার ট্রলির চালক বাপ্পি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় জীবন নামে আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় সড়ক আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।