দিনাজপুরের বীরগঞ্জে বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ছেলে মো. সৈকত। পরীক্ষা দিয়ে এসে বিকালে বাবার জানাজায় অংশ নেয় সে।
বৃহস্পতিবার সকালে মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র সৈকত বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউপির রহিম বখস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা সত্যতা নিশ্চিত করে জানান, শফিউল আলম সুরুজ মোহাম্মদপুর ইউপির ৯নং ওয়ার্ডে ইউপি সদস্য এবং তিনি গ্রামের মৃত ওসমান গনির ছেলে। বুধবার দিবাগত রাত ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান তিনি। তার নামাজের জানাজা বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়। বাবার লাশ বাড়িতে রেখেই সকালে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থী মো. সৈকতকে। স্থানীয় ইউপি সদস্য শফিউল আলম সুরুজের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। সেই সাথে মেধাবী শিক্ষার্থী সৈকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ সাংবাদিকদের বলেন, সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবার মৃত্যুর পরও বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে সৈকত।