চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে লাজিওর বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে থমাস টুখেলের দল। পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন চিরো ইম্মোবিলে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) ম্যাচের শুরুতেই এদিন বায়ার্ন মিউনিখকে অচেনা লাগছিল। বল দখলের লড়াইয়ে মোটেই নিজেদের আসল খেলাটা দেখাতে পারেনি বায়ার্ন। ৬১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বায়ার্ন। এর একটিও যায়নি লক্ষ্যে। বিপরীতে লাজিও ১১ শটের চারটি রেখেছে লক্ষ্যে।
আগামী ৫ মার্চ বায়ার্নের মাঠে হবে ফিরতি লড়াই।