৯৪ কেজি গাঁজা, দেড় হাজার পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়। গ্রেফতাররা হলেন- মো. ফয়সাল হোসেন (২৩) এবং সোহেল রানা (২৬)। খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আহসানুর রহমান মাদক দ্রব্য উদ্ধার এবং গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় বিথি বেগমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বিথির বাড়ির ভাড়াটিয়া ফয়সাল এবং সোহেল রানাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৯৪ কেজি গাঁজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা এবং ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের ব্যবহৃত দুটি মটরসাইকেলও উদ্ধার হয়।