নাটোরে ভূমিকম্পের মাত্রা এবং উৎপত্তি স্থল জানা গেল না। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়ীত্বকাল ছিল ১০ সেকেন্ড। তবে জেলায় তাৎক্ষণিক কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে কোনও ক্ষয়ক্ষতি না হলেও লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চা দোকানি আনিসুর জানান, হঠাৎ করে কাঁচের কাপগুলো ঝনঝন করে বেজে ওঠে। এতে তিনি চমকে ওঠেন। পরে তিনি বুঝতে পারেন যে ভূমিকম্প হয়েছে।
পান দোকানদার সাদেক আলী জানান, হঠাৎ করে তিনি দেখেন চকলেটের বয়াম গুলো নড়েচড়ে ওঠে। এতে কিছুক্ষণের জন্য তিনি হতচকিত হন। পরে তিনিও বুঝতে পারেন ভূমিকম্প হয়েছে।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের কর্মকর্তা নাজমুল হাসান জানান, আমাদের অফিসে সিসমোগ্রাফ যন্ত্রটি নাই। এই কারণে ভূমিকম্পের মাত্রা কত তাও যেমন জানাতে পারবেন না তারা, তেমনি এর উৎপত্তিস্থলও কোথায় তাও জানেন না।
তিনি আরও জানান, এটি তাদের হেড অফিস জানাতে পারবেন।