ইসরায়েলের কট্টরপন্থি মন্ত্রী বেন গাভির বলেছেন, হিজবুল্লাহর হুমকি হালকা কিছু নয় বরং সত্যিকারের যুদ্ধ।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাফেদ শহরে হিজবুল্লাহর ব্যাপক গোলাবর্ষণ করেছে। এতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে ও আটজন আহত হয়েছে।
ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে জরুরি বৈঠক করার আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।
বেন-গভির ইসরাইলের নেতাকে সতর্ক করে দিয়ে বলেছেন, লেবানন থেকে বোমা হামলা হালকা কিছু নয় বরং সত্যিকারের যুদ্ধ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত ২৮,৫৭৬ জন নিহত হয়েছে এবং কমপক্ষে ৬৮,২৯১ জন আহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১০৩ জন নিহত হয়েছে।