গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ডব্লিউএইচওর প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, রাফাহর বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ সামরিক অভিযান `কল্পনার বাইরে মানবিক বিপর্যয়কে বয়ে আনবে।
তিনি বলেন, এটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ঠেলে দিবে।
নভেম্বর থেকে বিচ্ছিন্ন উত্তর গাজায় ডব্লিউএইচওর মাত্র ৪০ শতাংশ মিশন অনুমোদিত হয়েছে এবং জানুয়ারি থেকে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
পিপারকর্ন বলেন, যুদ্ধবিরতি না থাকলেও মানবিক করিডোর থাকা উচিত, যাতে ডব্লিউএইচও, জাতিসংঘ তাদের কাজ করতে পারে।