রাঘবের গাড়িতে উঠে কোথায় গেলেন পরিণীতি চোপড়া?

0

ভারতের আম আদমি পার্টির (আপ ) সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমের জল্পনায় নতুন মোড়। সম্প্রতি অভিনেত্রীকে দিল্লির বিমানবন্দরে দেখা গেল। পরিণীতিকে নিতে সেখানে আগেই এসেছিলেন রাঘব। গাড়িতে উঠে রাঘবের বাড়িতেই গেলেন পরিণীতি? অত্যন্ত দ্রুততার সঙ্গে লোকচক্ষু এবং ক্যামেরার আড়াল হয়ে যেতে চাইলেন দুই বন্ধু, তাদের কোনও প্রশ্ন করতে পারেননি সাংবাদিকরা।

যদিও পরিণীতির পরবর্তী পোস্টে দেখা গেল দিল্লির মোমো খেয়ে আপ্লুত তিনি। ঘুরে দেখছেন শহর, খুঁজছেন স্মৃতি, কিংবা আগামীর গন্ধ।

তবে জানা গেছে, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরই নাকি রেস্তরাঁয় যান তারা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শিগগিরই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তারপরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন যুগল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here