চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম (৭৫) নিহত হয়েছেন। বুধবার বেলা ৩টার দিকে দর্শনার রামনগর এলাকায় একটি ভবনের সাথে ধাক্কা লেগে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।
স্থানীয়রা জানায়, বেলা ৩টার দিকে আবুল কাশেম মোটরসাইকেলযোগে দর্শনা থেকে কার্পাসডাঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে রামনগর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ভবনের সাথে ধাক্কা লেগে পড়ে যান তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।