আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী। বুধবার হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসানকে টপকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন তিনি। আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪।
আর বর্তমানে দ্বিতীয় স্থানে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। চার ও পাঁচে যথাক্রমে আফগানিস্তানের রশিদ খান ও পাপুয়া নিউগিনির আসাদ ভালা।