তামিমের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের সংগ্রহ ১৮৬

0

ঢাকাকে ১৮৭ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। বুধবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে তামিম ইকবালের দল। তামিমের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে বরিশাল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয় বরিশালের। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৭৬ রান। নবম ওভারে শেহজাদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আলাউদ্দিন বাবু। পাকিস্তানি ব্যাটার ফেরেন ২৪ রান করে।

তিনে নামা সৌম্য সরকার ২৮ রানের বেশি করতে পারেননি। বিপরীতে বল খরচ করেছেন ২৩টি। মাহমুদুল্লাহ রিয়াদও ব্যর্থ হন। ১৩ রান করেন তিনি। শেষদিকে নেমে ব্যাট হাতে তাণ্ডব চালান সাইফউদ্দিন। ৬ বলে ২ চার ও ২ ছক্কায় ২৩ রানে অপরাজিত থাকেন তিনি।  

ঢাকার হয়ে তিনটি উইকেট নেন আলাউদ্দিন। দুটি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একটি উইকেট পান শরিফুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here