মার্কিন প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ সীমান্ত কর্মকর্তা আলেজান্দ্রো মায়োরকাসকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকানরা।
মঙ্গলবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। দেশটির এ বছরের নির্বাচনে অভিবাসন অন্যতম প্রধান সমস্যা হয়ে উঠেছে।
রিপাবলিকানরা দাবি করেছেন, মার্কিন-মেক্সিকো সীমান্তজুড়ে অভিবাসীদের রেকর্ড প্রবাহের দিকে পরিচালিত করেছে এবং কংগ্রেসে মিথ্যা বিবৃতি দিয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার অনুষ্ঠিত হল এই ভোট। এছাড়া বিগত ১৫০ বছরের মধ্যে প্রথমবার হাউস প্রেসিডেন্টের মন্ত্রিসভার একজন সদস্যকে অভিশংসন করেছে।
২০২১ সালে বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে রেকর্ড সংখ্যক অভিবাসী অবৈধভাবে মেক্সিকো থেকে সীমান্ত অতিক্রম করেছে এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে বাইডেনের বিরুদ্ধে প্রচারের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
রিপাবলিকান প্রতিনিধি স্টিভ স্কালিস, যিনি ক্যান্সারের চিকিৎসা নেওয়ার সময় গত সপ্তাহের ভোট দিতে পারেননি, মঙ্গলবার সিদ্ধান্তমূলক ভোট প্রদান করেন তিনি। হাউসে রিপাবলিকানদের ২১৯-২১২ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
ভোটের পর জনসন বলেন, “সেক্রেটারি মেয়রকাস ইচ্ছাকৃতভাবে এবং ধারাবাহিকভাবে ফেডারেল অভিবাসন আইন মেনে চলতে অস্বীকার করেছেন, যা আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ সীমান্ত বিপর্যয়কে ইন্ধন দেয়।” সূত্র: রয়টার্স