শাহবাজকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করলেন নওয়াজ

0

শাহবাজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন দেশটির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজ শরিফ।

এছাড়া তিনি তার মেয়ে মরিয়ম নওয়াজ শরিফকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদের জন্য মনোনীত করেছেন। দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

এছাড়া জাতীয় পরিষদে ৭০টি সংরক্ষিত আসন রয়েছে। এর মধ্যে ৬০টি নারীদের এবং ১০টি অমুসলিমদের জন্য সংরক্ষিত। জাতীয় পরিষদে রাজনৈতিক দলগুলোর অবস্থান অনুযায়ী এসব আসন বণ্টন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here