আগামী ৯ মার্চ আসন্ন বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র মতিউর রহমানসহ মেয়র পদে ১০ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বর্তমান মেয়র ছাড়া অন্যরা হলেন-সাবেক মেয়র নাজমুল আহসান নান্নু, মো. জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন, ইফতেখার হাসান ও জেসিকা তারতিলা জ্যোতি।
আমতলী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৮৩৯ জন। পুরুষ ভোটার ৭ হাজার ৫৭৮ এবং মহিলা ভোটার ৮ হাজার ২৫৯ জন।