ফেডারেশন কাপে শেখ রাসেলের প্রতিপক্ষ মোহামেডান, কিংসের সামনে রহমতগঞ্জ

0

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। প্রথম ম্যাচে মাঠে নামবে আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডান। তাদের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। 

প্রিমিয়ার লিগের টানা চার আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস এন্ড সোসাইটিকে।

তিন গ্রুপের শীর্ষ দুই দলের সঙ্গে তৃতীয় স্থানে থাকা দুই সেরা দল কোয়ার্টার ফাইনাল খেলবে। কোয়ার্টার ফাইনালে তিন গ্রুপের তিন চ্যাম্পিয়ন দলকে প্রথম বাছাই, তিন রানার্স আপকে দ্বিতীয় বাছাই ও তৃতীয় সেরা দুই দলকে তৃতীয় বাছাই ধরে ফিকশ্চার করা হয়েছে। 

ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল মাঠে গড়াবে আগামী এপ্রিল মাসে। ২ এপ্রিল প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহামেডান-শেখ রাসেল। দ্বিতীয় কোর্টার ফাইনাল ১৬ এপ্রিল বসুন্ধরা কিংস বনাম রহমতগঞ্জ। তৃতীয় ম্যাচ ২৩ এপ্রিল এবং চতুর্থ ম্যাচ ৩০ এপ্রিলে যথাক্রমে মাঠে নামবে শেখ জামাল-বাংলাদেশ পুলিশ এবং আবাহনী-ফর্টিস। চার কোয়ার্টার ফাইনালের প্রথম তিনটি খেলাই পড়েছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। শেষ ম্যাচ আয়োজিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

কোয়ার্টার ফাইনালে বিজয়ী দল নিয়ে ৭ এবং ১৪ মে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। ২১ মে ফাইনাল।

কোয়ার্টার ফাইনাল সূচি

২ এপ্রিল – মোহামেডান-শেখ রাসেল ( গোপালগঞ্জ )
১৬ এপ্রিল – বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ ( গোপালগঞ্জ )
২৩ এপ্রিল – শেখ জামাল-বাংলাদেশ পুলিশ ( গোপালগঞ্জ )
৩০ এপ্রিল – আবাহনী-ফর্টিজ ( কিংস অ্যারেনা )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here