গোপালগঞ্জের রসগোল্লা জি.আই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ উপলক্ষে প্রেসব্রিফিং করেছে জেলা প্রশাসন। গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে আয়োজিত প্রেসব্রিফিংএ সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, ইডিসির প্রেসিডেন্ট কাকলি তালুকদার, ইডিসির ট্রেজারার উম্মে সাহেরা এনিকা, ইডিসির পরিচালক (যোগাযোগ) পলাশ চন্দ্র শীল (প্রতাপ), সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, মাহবুব হোসেন সারমাত, সুব্রত সাহা বাপীসহ আরো অনেকে।