সাকিব ঝড়ে রংপুরের রান পাহাড়

0

সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে ২২০ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে সাকিবের দল। ৩১ বলে ৬৯ রান করেছেন সাকিব। এ ছাড়া মাহেদী হাসান খেলেন ৩৬ বলে ৬০ রানের ইনিংস।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ২৪ রানেই বিদায় নেন দুই ওপেনার রনি তালুকদার (৫) ও রিজা হেনড্রিকস (৪)। পরে মাহেদীকে নিয়ে ঝড় তোলেন সাকিব আল হাসান।

এরপর দুর্দান্ত ক্যামিও ইনিংস উপহার দিয়ে দলকে দুইশ ছাড়ানো সংগ্রহ এনে দেন নুরুল হাসান সোহান। ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩২ রানে অপরাজিত ছিলেন তিনি।

খুলনার হয়ে ৪ ওভারে মাত্র ১৯ রানে তিন উইকেট নেন লুক উড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here