চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহ মাহমুদপুর ইউনিয়নের মহামায়া বাজারে পথচারী ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
চাঁদপুর সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হেদায়েত উল্যাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় ইউপি সচিব মো: রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।