এবারের একুশে বইমেলায় কথাসাহিত্যিক রণজিৎ সরকারের গল্পের বই প্রকাশিত হয়েছে। বইটিতে ১৬টি গল্প রয়েছে। টাঙ্গন প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। বইটি মেলায় পাওয়া যাবে টাঙ্গনের ২৩৭ নম্বর স্টলে। বইটির প্রচ্ছদ করেছেন সমর মজুমদার। বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা।
‘রোষাগ্নি মুখ’ বইটির গল্পগুলো সম্পর্কে রণজিৎ সরকার বলেন, ‘রোষাগ্নি মুখ’ গল্পগ্রন্থের প্রতিটি গল্পই ভিন্ন, মনস্তাত্ত্বিক অপরাধবোধ, মনোজাগতিক দ্বন্দ্ব, দার্শনিকতা, দাম্পত্য জীবন, নারী সমাজের চেতনাবোধ গল্পের বাস্তবতায় চরিত্রে তা ফুটে উঠেছে। জীবনঘনিষ্ঠ কিছু গল্পে দ্বন্দ্বের ভেতর আলো-আঁধারি মানব-চৈতন্যকে নাড়া দেয়, মনোজগৎকে নিয়ে যায় স্বপ্ন বাস্তবায়নের সম্ভাবনায়। সমাজের অসংখ্য মানুষের জীবনঘনিষ্ঠ গল্প প্রকাশ পেয়েছে বইটিতে। প্রতিটি গল্প রাষ্ট্র-সমাজ-সংস্কৃতি তথা মানুষের ব্যক্তিক চেতনা থেকে জীবন ও জগতের মর্মে পৌঁছে যাওয়ার আকুলতা বিস্তার প্রকাশিত হয়েছে।’