চাকরি থেকে বরখাস্ত; কোম্পানির ৩ জনকে হত্যা করে আত্মহত্যা

0

গ্রিসের রাজধানী এথেন্সে একটি জাহাজ কোম্পানিতে প্রবেশ করে কর্মীদের জিম্মি করে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক মিশরী ব্যক্তি। এক নারী ও দুই পুরুষ কর্মীকে হত্যা করে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন।  

সূত্র বলছে, বন্দুকধারী হত্যাকারীকে কয়েকদিন আগে ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

পুলিশ জানায়, বন্দুকধারী ব্যক্তি মিশরের নাগরিক, তার বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে কোম্পানির মালিকও রয়েছেন বলে জানায় পুলিশ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রই হত্যায় ব্যবহার করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথম দু’টি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। আমি দেখি দু’জন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি।’ 

উল্লেখ্য, গ্রিসে এ ধরনের ঘটনা খুবই বিরল। কেননা, দেশটির অস্ত্র আইন খুবই কঠোর।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here