বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়ন থেকে মো. মনির হোসেন সরদার (৪৭) নামে মাদক ও অস্ত্রসহ তিনটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ।
সোমবার ( ১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গৌরীচন্না ইউনিয়ন খেজুরতলা তার নিজের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত মো. মনির হোসেনের বিরুদ্ধে সদর থানায় ২০১৪ সাল থেকে ১২ টি বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলা সে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে সে বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলো। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।