প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলেছিলেন, আর তাতেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ভারতের জনপ্রিয় অভিনেতা ও বিজেপির কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তীকে। সোমবার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের মুখেই জানালেন সে কথা। বললেন ‘আমার সমস্যাটা হল বেশি খেয়ে ফেলেছিলাম। আমি রাক্ষস।’
অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ ছবির শুটিং করতে গিয়ে শনিবার সকালে শুটিং-এর সেটেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মিঠুন। এর পরেই তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এরপর নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার তাকে ছেড়ে দেওয়া হয়।
গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের সুস্থ থাকতে মেপে খাওয়ার পরামর্শও দিলেন মিঠুন। তার অভিমত ‘যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না মিষ্টি না খেলে আপনার কিছু হবে না। আসলে সব সমস্যা ওই খাওয়াতেই। খাওয়া কন্ট্রোল করুন। ভয় পাবেন না, ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন সবচেয়ে নিরাপদ ঔষধ। তাতে শরীর ভালো থাকবে। কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’
হাসপাতালে থাকাকালীন সময়ে মিঠুনকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে এই অভিনেতা জানান ‘প্রধানমন্ত্রী ফোন করে আমাকে একটু বকেছেন, একটু বকা খেলাম।’
সামনেই ভারতে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে প্রার্থী হবেন কি না সেই প্রশ্নের উত্তরে মিঠুন। তিনি বলেন ‘একদমই নয়। আমি যদি প্রার্থী হই, তাহলে আমার ৪২ টি কেন্দ্র কে দেখবে? তবে আমাকে প্রচারের ময়দানে পাওয়া যাবে। ১ তারিখ থেকে লাগাতার লোকসভার প্রচার করব। আমাদের রাজ্যের বাইরে অন্য রাজ্যেও প্রচারণা থাকলে যাব।’
আসন্ন নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটের বর্তমান সাংসদ দীপক অধিকারী (দেব) ফের প্রার্থী হবেন কিনা এমন এক জল্পনা রাজ্য রাজনীতিতে ছড়িয়েছে। তা নিয়ে মিঠুন বলেন, ‘দেব খুব ভালো ছেলে, বুদ্ধিমান ছেলে, জেনুইন ছেলে। তবে তাকে নিয়ে কোন রাজনৈতিক মন্তব্য করতে চাই না।’ উল্লেখ্য, আপাতত কয়েকদিন বিশ্রামে থাকবেন মিঠুন এরপর ১৯ ফেব্রুয়ারি থেকে ফের শুটিংয়ে দেখা যাবে তাকে।