আস্থা ভোটে টিকে গেলেন নিতীশ

0

এবার ভারতের বিহার রাজ্যের বিধানসভায় আস্থা ভোটেও জয় পেলেন জনতা দল-জেডিইউ নেতা নিতীশ কুমার। 

বিরোধীরা সংসদ ছাড়ার পর কণ্ঠ ভোটে আস্থা প্রস্তাব পাস হয়। তবে নিতীশ কুমারের ভোট দাবি আমলে নিয়ে দেখা যায়, আস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১৩০টি। বিরুদ্ধে কেউ ভোট দেয়নি।

আজ সোমবার আস্থা ভোটের আগেই সরানো হয় বিদায়ী বিধানসভার স্পিকার অবধ বিহারি চৌধুরীকে। আরজেডি ও কংগ্রেসের সঙ্গে জোট সরকার গঠনের পর জেডিইউয়ের অবধ বিহারি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাকে সরানোর প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১২৫টি, বিরুদ্ধে ১১২টি। বিহার বিধানসভার মোট সদস্য ২৪৩।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here