হুতিদের প্রধান আলোচক ও মুখপাত্র মোহাম্মদ আবদুলসালাম বলেছেন, সৌদি আরবের কর্মকর্তাদের সাথে সানা প্রতিনিধি দলের সাম্প্রতিক বৈঠকের ফলে ‘শান্তির রোডম্যাপের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলি অতিক্রম করেছে।
বৃহস্পতিবার আশারক আল-আওসাতকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আবদুলসালাম এই মন্তব্য করেন। তিনি বলেন, এসব সমাধান ইয়েমেনে জাতিসংঘের দূত হান্স গ্রান্ডবার্গের সমর্থনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
আব্দুস সালাম বলেন, তেল আবিব ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ করলেই কেবল লোহিত সাগরে জাহাজে হুতিদের হামলা বন্ধ হবে।
আবদুস সালাম বিশ্বাস করেন, ২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা ‘ভালভাবে চলছে’।