লক্ষ্মীপেঁচার ৩টি বাচ্চা উদ্ধার

0

হবিগঞ্জ শহরে লক্ষ্মীপেঁচার ৩টি ছানাকে (বাচ্চা) উদ্ধার করা হয়েছে। পরে সেগুলোকে হস্তান্তর করা হয়েছে বন বিভাগের কাছে। সোমবার দুপুরে শহরের টাউন হল রোডস্থ খোয়াই থিয়েটার কার্যালয়ে বিন বিভাগের কর্মকর্তাদের হাতে ছানাগুলোকে তুলে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী, জিয়াউল হক রাজু, বাপা কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, খোয়াই থিয়েটারের সহসভাপতি সাইফুর রহমান চৌধুরী পাপলু, সাধারণ সম্পাদক ইয়াসিন খান, ফজলুল করিম, মর্তুজ আলী ও স্বপন রায় প্রমুখ।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ বলেন, বাচ্চাগুলোর বয়স আনুমানিক ১৫ থেকে ২০ দিনের মধ্যে হবে। সঠিক পরিচর্চা করে ও উড়তে শিখলে এগুলোকে অবমুক্ত করা হবে। তোফাজ্জল সোহেল বলেন, লক্ষ্মীপেঁচা এখন সচরাচর দেখা যায় না। জাতটি বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় রয়েছে। আমরা আশা করছি দ্রুতই বাচ্চা ৩টি সুস্থ হয়ে উঠবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here