১৫ ট্রেনযাত্রীকে বাঁচাতে জিম্মিকারীকে হত্যা

0

সুইজারল্যান্ডে বৃহস্পতিবার এক ট্রেনে ১৫ জনকে জিম্মি করেছিলেন এক ব্যক্তি। প্রায় চার ঘণ্টা পর পুলিশ ট্রেনে ঢুকে ওই ব্যক্তিকে হত্যা করে জিম্মিদের উদ্ধার করে।

ফ্রান্স সীমান্তের কাছে অবস্থিত সুইজারল্যান্ডের ভো জেলার এসার-সু-শভো শহরে ঘটনাটি ঘটেছে৷

ভো জেলার মুখপাত্র পুলিশের মুখপাত্র জ্যঁ-ক্রিস্টোফ সতুরেল বলেন, জিম্মি ঘটনাটির সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো লক্ষণ দেখা যায়নি।এক বিবৃতিতে পুলিশ উল্লেখ করেছে সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

 প্রসিকিউটর জেনারেল এরিক কালটেনরিডার স্থানীয় এক টিভিকে জানিয়েছেন, প্রায় ৬০ জন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।

সুইজারল্যান্ডে জিম্মির ঘটনা বিরল৷ তবে অতীতে ব্যাংক ও ব্যবসা-প্রতিষ্ঠানে কিছু জিম্মির ঘটনা ঘটেছে। ২০২২ সালের জানুয়ারিতে একটি ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানের কর্মীদের জিম্মি করে ভল্ট খুলতে বাধ্য করা হয়েছিল। ভল্টে মূল্যবান স্বর্ণালঙ্কার-স্বর্ণখণ্ড ছিল। সূত্র :  এনবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here