পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত বিজয়ী প্রার্থী ওয়াসিম কাদির নওয়াজ শরিফের দলে যোগ দিয়েছেন।
রবিবার ওয়াসিম কাদির এ ঘোষণা দেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) ভেরিফায়েড এক্সে প্রকাশ করা একটি ভিডিওতে ওয়াসিম কাদিরকে ‘আমি আমার ঘরে ফিরেছি’ বলতে শোনা গেছে।
পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ কন্যা মরিয়মের পাশে দাঁড়িয়ে ওয়াসিম এ ঘোষণা দেন।
এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি পিটিআই।
২৬৬ আসনের (একটি ফল ঘোষণা স্থগিত ও একটিতে ভোট হয়নি) মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা ১০১ আসনে জয় পেয়েছেন। যাঁদের প্রায় সবাই ইমরানের দল সমর্থিত প্রার্থী। দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল ৭৫ আসন পেয়েছে। ৫৪ আসন নিয়ে তিনে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি।