বগুড়া কারাগারে ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

বগুড়া জেলা কারাগারে ধর্ষণ মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা তিনটার দিকে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মৃত ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

বগুড়া জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন জানান বগুড়ার সোনাতলা থানায় স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে গত ৪ ফেব্রুয়ারি থেকে ইকবাল জেলা কারাগারে বন্দী ছিলেন। কারাগারে থাকা অবস্থায় শনিবার বিকেলে ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here