ব্রাহ্মণবাড়িয়ায় ৭ সিএনজি শ্রমিককে আটকের প্রতিবাদে মানববন্ধন

0

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেড ইউনিয়নভুক্ত সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক সমিতির ৭ শ্রমিককে আটক ও মামলার প্রতিবাদে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী পুরাতন ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিক্সা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। 

জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা শ্রমিকলীগের সভাপতি অ্যাড. কাউসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আশা, সংগঠনের সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সভাপতি মোহাম্মদ বাহার চৌধুরী, জেলা সিএনজি মালিক সমিতির কার্যকরী সাধারণ সম্পাদক কুদ্দুস মিয়া, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেফজুল কবির ও সাধারণ সম্পাদক স্বপন মিয়া প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here