সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার

0

পাঁচ বছরের সাজা এড়াতে দীর্ঘ ২০ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না সিরাজ গাজী (৫৫) নামে এক ব্যক্তির। পুলিশ তাকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে।

অন্যদিকে, একইভাবে তিন বছরের সাজা এড়াতে ছয় বছর পলাতক থাকার পর পুলিশের হাতে ধরা পড়ল কাদির পাটওয়ারী (৩৫) নামে আরেক অভিযুক্ত।

পুলিশ জানায়, মো. সিরাজ গাজী গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান গ্রামের আল আমিনের ছেলে। তিনি একটি মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ২০ বছর পলাতক ছিলেন তিনি।

গ্রেফতার অপর আসামি কাদির পাটওয়ারী একই গ্রামের মৃত সিরাজুল ইসলাম পাটওয়ারীর ছেলে। তিনি অপর একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। মামলাটির রায়ের পর ছয় বছর পলাতক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শোভান গ্রামে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতারের পর শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here