এবার রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন চক্রবর্তী। এর আগেই অবশ্য রবি ঠাকুরের কাবুলিওয়ালা নিয়ে সিনেমা হয়েছে কয়েকবার। আগে ‘কাবুলিওয়ালা’ হিসেবে হাজির হয়েছিলেন অভিনেতা ছবি বিশ্বাস।
সেবার পরিচালক ছিলেন তপন সিংহ। সিনেমাটি নির্মাণ করা হয়েছিল ১৯৫৬ সালে। এরপরে হিন্দিতে বানানো হয়েছে সিনেমাটি।
কলকাতার গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, কিছুদিন আগে কলকাতায় এসে এই সিনেমার খবর মিঠুন নিজেই দেন। তিনি জানান, মূল গল্পকে এই সময়ের প্রেক্ষাপটে সাজিয়ে বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
‘কাবুলিওয়ালা’ প্রযোজনা করছে প্রযোজক সংস্থা ‘এসভিএফ’। প্রযোজক শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি অনেকদিন ধরে মিঠুনকে তাদের কোনো একটি কাজে চাইছিলেন। কিছুদিন আগে শ্রীকান্ত মোহতা এই সিনেমাটির প্রস্তাব রাখলে রাজি হয়ে যান মিঠুন।
মিঠুন ছাড়াও সিনেমায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ চরিত্র, ‘মিনি’ ভূমিকায় শিশু অভিনয়শিল্পীকে এখনও নির্বাচিত করা হয়নি।