আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল নেতারা বলেছেন, ১৪ দল একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। বিএনপি ওই নির্বাচনে আসুক না আসুক, সেটি তাদের বিষয়। তবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেও লাভ হবে না।
বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ১৪ দলের আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।