উয়েফা নেশন্স লিগ: গ্রুপ অব ডেথে ইতালি-ফ্রান্স-বেলজিয়াম

0

২০২৪-২৫ উয়েফা নেশন্স লিগে একই গ্রুপে পড়েছে বিশ্বকাপ রানার্স-আপ ফ্রান্স, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালি এবং বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সাবেক শীর্ষ দল বেলজিয়াম। এ ছাড়া প্রথমবারের মতো শীর্ষ টায়ারে উন্নীত হওয়ার কারণে দিদিয়ের দেশমের ফ্রান্সের সঙ্গে গ্রুপ এ-২ এর চতুর্থ দল হিসেবে খেলবে ইসরায়েল।

অন্যদিকে ডেনমার্ক, সুইজারল্যান্ড ও সার্বিয়ার সঙ্গে গ্রুপ পর্বে অন্যতম ফেবারিট হিসেবে মাঠ নামবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।

ইউরো ২০২৪ আয়োজক জার্মানি গ্রুপ এ-৩’তে নেদারল্যান্ডস, হাঙ্গেরি ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মুখোমুখি হবে।

লিগ বি’তে রেলিগেটেড হওয়া গ্যারেথ সাউথ গেটের ইংল্যান্ড গ্রুপ পর্বে আয়ারল্যান্ড, ফিনল্যান্ড ও গ্রিসের সঙ্গে লড়াইয়ে নামবে। বড় দূরত্বে দলগুলোর যাত্রা সীমিত রাখার উয়েফা আইনের অধীনে এই দলগুলো কাজাকিস্তানের সঙ্গে একই গ্রুপ এড়াতে সক্ষম হয়েছে।

গ্রুপ বি-৪’এ ওয়েলসের প্রতিপক্ষ আইসল্যান্ড, মন্টিনেগ্রো ও তুরস্ক।

প্রতিটি লিগে চারটি দল ৪ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। এক্ষেত্রে ব্যতিক্রম লিগ-ডি। এখানে মোট ৬টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়া এখনও নিষিদ্ধ।

আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর গ্রুপ পর্বের প্রথম রাউন্ডের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মধ্য নভেম্বরে গ্রুপ পর্বের খেলা শেষ হবে।

নেশন্স লিগের ড্র :

লিগ এ

গ্রুপ এ১ : ক্রোয়েশিয়া, পর্তুগাল, পোল্যান্ড, স্কটল্যান্ড
গ্রুপ এ২ : ইতালি, বেলজিয়াম, ফ্রান্স, ইসরায়েল
গ্রুপ এ৩ : নেদারল্যান্ডস, হাঙ্গেরি, জার্মানি, বসনিয়া এন্ড হার্জেগোভিনা
গ্রুপ এ৪ : স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

লিগ বি

গ্রুপ বি১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেন, আলবেনিয়া, জর্জিয়া
গ্রুপ বি২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রীস
গ্রুপ বি৩ : অস্ট্রিয়া, নরওয়ে, স্লোভেনিয়া, কাজাকিস্তান
গ্রুপ বি৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টিনেগ্রো, তুরস্ক

লিগ সি

গ্রুপ সি১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া
গ্রুপ সি২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুনিয়া/জিব্রালটার
গ্রুপ সি৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুশ
গ্রুপ সি৪ : আর্মেনিয়া, ফারো আইসল্যান্ড, নর্থ মেসিডোনিয়া, লাটভিয়া

লিগ ডি

গ্রুপ ডি১ : লিথুনিয়া/জিব্রালটার, সান মারিনো, লিখেনস্টেইন
গ্রুপ ডি২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here