ভয়াবহ গাজা যুদ্ধের মধ্যেই প্রতিবেশি সিরিয়ায় মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল।
শনিবার ভোরে আবারও দেশটির রাজধানী দামেস্ককে লক্ষ্য করে কয়েকটি মিসাইল নিক্ষেপ করে ইহুদিবাদী দেশটি। তবে সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে সিরিয়া।
প্রতিবেদনে বলা হয়, অধিকৃত গোলান মালভূমি থেকে এসব মিসাইল নিক্ষেপ করা হয়। এতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: আল জাজিরা, সানা, টাইমস অব ইসরায়েল