তটিনীর ‘একটাই তুমি’ জোভান!

0

অফিস থেকে ফিরতেই আয়ান অবাক। বাসায় কেমন যেন উৎসব উৎসব ভাব। গুরুগম্ভীর বাবাকে এর কারণ জিজ্ঞাসা করলে ঠিকঠাক উত্তর পায় না। বাবাকে এড়িয়ে মায়ের কাছে যায় আয়ান, পাশে বসা ছোট বোন। আয়ান চেষ্টা করে জানার ঘরে এমন উৎসবমুখর পরিবেশের হেতু।

গল্পের শুরুটা এমন, বেশ পারিবারিক আবহে। আর এই আয়ান চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। বিশ্ব ভালোবাসা দিবসকে (১৪ ফেব্রুয়ারি) সামনে রেখে তৈরি হওয়া বিশেষ এই নাটকটির নাম ‘একটাই তুমি’। এতে আয়ানের প্রেমিকা নীলা চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তটিনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন, লুৎফর রহমান জর্জ, মিলি বাশার, সমু চৌধুরী, সবুজ সানী প্রমুখ। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘একটাই তুমি’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here