বৈশ্বিক যুদ্ধের ঝুঁকি নিয়ে যা বললেন পুতিন

0

মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দুই ঘণ্টার বেশি সময়ব্যাপী সাক্ষাৎকার দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

প্রায় দুই বছর আগে ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথম কোনো মার্কিন সাংবাদিককে পুতিন সাক্ষাৎকার দিলেন।

ইউক্রেন পরিস্থিতি বৈশ্বিক যুদ্ধ বা পরমাণু সংঘাতের রূপ নিতে পারে পশ্চিমাদের এমন আশঙ্কা নিয়ে পুতিন বলেন, পশ্চিমারা রাশিয়ার হুমকির মিথ দিয়ে তার জনগণকে ভয় দেখানোর চেষ্টা করছে। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো উদ্বেগ প্রকাশ করলেও রাশিয়া কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহার করেনি।

রুশ প্রেসিডেন্ট বলেন, পোল্যান্ড থেকে রাশিয়ার ওপর হামলা চালালে তবেই কেবল পোল্যান্ড বা লাটভিয়ায় হামলা চালাবে রাশিয়া।

পুতিন বলেন, পোল্যান্ড ও লাটভিয়ায় রাশিয়ার কোনো স্বার্থ নেই। পুতিন অস্বীকার করেন যে, পুরো ইউরোপ মহাদেশে রাশিয়ার নকশা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, এটি সাধারণ জ্ঞানের সাথে সাংঘর্ষিক তা জানার জন্য আপনার কোনো ধরণের বিশ্লেষক হওয়ার দরকার নেই। তিনি বলেন, একটি বৈশ্বিক যুদ্ধ সমগ্র মানবজাতিকে বিলুপ্তির দ্বারপ্রান্তে নিয়ে যাবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here