কিংডম অ্যারেনায় বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে ফিরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার ফেরার ম্যাচে জয় পায়নি আল নাসর। হেরে গেছে ২-০ গোলে।
এদিন ম্যাচের ১৭ মিনিটে এগিয়ে যায় আল হিলাল। এ সময় মিলিনকোভিচ-সাভিচ ডান পায়ের শটে বল জালে জড়ান। তাকে গোলে সহায়তা করেন সৌদ আব্দুলহামিদ।