অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত উইলিয়ামসন

0

চলতি মাসের শেষদিকে শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। তবে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক কেইন উইলিয়ামসনের না থাকার সম্ভাবনাই বেশি। এমনটাই জানালেন কোচ গ্যারি স্টিড।

মূলত উইলিয়ামসনের স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। তাই সিরিজ চলাকালীন স্ত্রীর পাশে থাকবেন ডানহাতি এই ব্যাটার। স্টিড বলেন, ‘উইলিয়ামসনের স্ত্রী অন্তঃসত্ত্বা, তাই আমি মনে করি টি-টোয়েন্টি সিরিজের সময় তার থাকার সম্ভাবনা নেই।’

স্টিড বলেন, ‘আমরা যদি তাকে দলে নিতে চাই, তাহলে সে অ্যাভেইলেবল আছে। সে ও আমি এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে এর একটা সুরহা করতে পারব।’

উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই সিরিজে ড্যারিল মিচেলকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন না এই অলরাউন্ডার।

স্টিড বলেন, ‘আগেও আমরা সুযোগ পেয়ে তাকে বিশ্রাম দিয়েছিলাম। কিন্তু এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার আরেকটু লম্বা সময়ের বিরতি প্রয়োজন। এটা কঠিন, কারণ সামনের সময়টায় খুব বেশি বিরতি নেই খেলার। আমাদের তাই মনে হয়েছে, সপ্তাহ তিনেকের বিরতি দিয়ে দেখা যাক, এটা থেকে তার মুক্তি মেলে কি না।’

এদিকে আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here