নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও বীর মুক্তিযোদ্ধা এনামুল ইসলাম ছকু যুদ্ধকালীন তাদের বীরত্বগাথা শিক্ষার্থীদের সামনে বর্ণনা করেন।
পরে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।