সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন নিয়ে কর্মশালা

0

গোপালগঞ্জে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন-২য় পর্যায়) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইবরাহিম।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক যুগ্ম সচিব আবু সেলিম মাহমুদ-উল হাসান, ইউএনডিপি বাংলাদেশ, এআরআর প্রসেনজিৎ চাকমা, জেলা পরিষদ চেয়ারম্যান মুন্সী আতিয়ার রহমান, স্বপ্ন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মোঃ মাহমুদ হোসেন প্রমুখ।
কর্মশালায় সরকারি কর্মকর্তাগণ, উপজেলা ভাইস চেয়ারম্যানগণ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিবগণ ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here