কালকিনিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৫

0

মাদারীপুরের কালকিনিতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার আমিরিয়া গোপালুপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০-২৫ জন যাত্রী নিয়ে কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে মাদারীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় যাত্রীবাহী একটি বাস। ঢাকা-বরিশাল মহাসড়কের আমিরিয়া গোপালপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারায় চালক। এ সময় সড়কের পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে আহত হয় অন্তত ১৫ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। দুর্ঘটনার কারণে সড়কে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here