পাল্টে গেলো ‌‘রামচন্দ্র’ রণবীরের সীতা?

0

দীর্ঘদিন ধরেই ভারতের সিনেমা জগতে আলোচনায় রয়েছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। মহাকাব্য রামায়ণ অবলম্বনে তৈরি হতে চলেছে সিনেমাটি। চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে শুরু হতে চলেছে ‘রামায়ণ’-এর শুটিং। এতে রামচন্দ্রের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। 

প্রথম থেকে রণবীরকেই পছন্দ ছিল পরিচালকের। তবে সীতা কে হবেন, সে নিয়েই ছিল গোলমাল। এক এক সময় উঠে আসে এক একজনের নাম। শুটিং শুরু হতে বাকি মোটে এক মাস। তার আগেই ফের ‘সীতা বদল’।

এর আগে নীতেশের সঙ্গে ‘বাওয়াল’ ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তখন থেকেই নাকি সীতার জন্য শ্রীদেবী-কন্যাকে মনে ধরে পরিচালকের। মাস খানেকের মধ্যেই মুম্বাই ও লন্ডন মিলিয়ে মোট ১২০ দিনের শুটিং। যার সিংহ ভাগটাই শুট হবে মুম্বাইতে। তার পর লন্ডন পাড়ি দেবে গোটা টিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here