ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলু চাষে সাফল্য

0

ব্রেস্ট ও কোলন ক্যান্সার প্রতিরোধী মিষ্টি আলু চাষে সফলতার মুখ দেখছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার তরুণ চাষি লুুৎফুর রহমান। অল্প পরিশ্রম ও স্বল্প ব্যয়ে পাঁচ মাসে দ্বিগুণ মুনাফার আশা করছেন তিনি।   

সরেজমিন উপজেলার দশঘর ইউনিয়নের সমের্মদান গ্রামে গিয়ে দেখা যায়, বসত বাড়ির কাছেই এক পসলা জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন তিনি। পুষ্ট-সবুজ আলু গাছে ছেয়ে গেছে পুরো মাঠ। একটি গাছ উপড়ে দেখা যায়, বড় আকারের আলু ফলেছে চরটি। ওজনে প্রায় কেজি সমতুল্য। আলু ক্ষেতের পাশেই রয়েছে তার পারিবারিক পুষ্টি বাগান। 

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্রেস্ট ও কোলন ক্যান্সার প্রতিরোধী এ জাতের মিষ্টি আলু একটি উচ্চমানের পুষ্টি সমৃদ্ধ ফসল। এ বছর বিশ্বনাথ উপজেলায় প্রায় ১০ হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ হয়েছে। মিষ্টি আলু চাষ করে উপজেলার অনেক পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা সম্ভব, সেই সাথে জমিকে তিন ফসলি জমিতেও রূপান্তর করা যায়। কৃষক মো. লুৎফুর রহমান একজন ভালো উদ্যোগী কৃষক। আমি তার সাফল্য কামনা করি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here