ফরিদপুরের বোয়ালমারীতে রাগিব দেওয়ান দারিদ্র কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কানাডিয়ান সংস্থা স্লিপিং চিলড্রেন এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড কর্তৃক ৩৫০ জন শিশু শিক্ষার্থীদের মাঝে ২৬ লাখ টাকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার রাগিব দেওয়ান দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের বিলসরাইল মাঠ প্রঙ্গনে বেলা সাড়ে এগারোটায় বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে ২৬টি আইটেমের সামগ্রী বিতরণ করেন।
মালামাল বিতরণের সময় উপস্থিত ছিলেন কানাডিয়ান সংস্থা স্লিপিং চিলড্রেন এরাউন্ড দ্যা ওয়ার্ল্ড এর নির্বাহী পরিচালক লিন্জা। অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন রাগিব দেওয়ান দারিদ্র্য কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শামসুজ্জামান আকবর, অত্র প্রতিষ্ঠানের পরিচালক মেজর আব্দুল্লাহ আল ইমরান, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।