নিখোঁজের ২৪ ঘণ্টা পর আইয়ুব আলী (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ। নিহত আইয়ুব আলী মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক টিম উপস্থিত হয়ে কাজ করছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না অন্য কিছু।