বিশ্ব ভালোবাসা দিবসে আসছে ‘একবার বলো ভালোবাসি’। নাটকটিতে রনি চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং তিথি চরিত্রে নাজনীন নাহার নিহা।
অন্যদিকে রনির মামার চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু।
১৪ ফেব্রুয়ারির আগেই ‘একবার বলো ভালোবাসি’ উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।